দেবহাটা অফিস \ দেবহাটা পুলিশের অভিযানে নাশকতা সৃষ্টি ও নাশকতার সরঞ্জাম সহ ছয় ও চৌদ্দ বেতল ফেনসিডিল সহ দুই জন সর্বমোট আটজনকে গ্রেফতার হয়েছে। নাশকতা সৃষ্টির সময় গ্রেফতার কৃতরা হলো উত্তর কুলিয়া গ্রামের মৃত নূর আলী গাজীর পুত্র আবু লাহাব ওরপে লাম্পা (৩৬), দক্ষিন কুলিয়া গ্রামের মৃত ফজর আলী গাজীর ছেলে মোহাম্মদ আলী গাজী (৫৩), পারুলিয়া ফুলবাড়ীয়া গ্রামের আব্দুল গনির ছেলে আনোয়ারা হোসেন (৩২) পুষ্পকাঠি গ্রামের মঞ্জুরুল গাজীর ছেলে গোলাম মোস্তফা (২৮) মাঝ পারুলিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র রমজান আলী (৫২), ভাতশালা গ্রামের মৃত অহেদ বিশ্বাসের আসাদুজ্জামান বাবু (৫২), একই দিনে চৌদ্দ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেছে নাংলা গ্রামের হামিদ সরদারের পুত্র আব্দুলাহ সরদার (৩১) এবং বসন্তপুর গ্রামের বাবুল মেখের পুত্র আলামিন শেখকে (২২), এসআই মাহাবুর রহমান, এসআই হাফিজুর রহমান এবং এসআই শোভন দাস সঙ্গীয় ফোর্স সহ উপজেলার পারুলিয়া উিনিয়নের মাঝ পারুলিয়া গ্রামস্থ পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ হতে উলেখিত নাশকতা সৃষ্টিকারী ছয় জনকে নাশকতার সরঞ্জাম সহ গ্রেফতার করে। দেবহাটা থানায় পৃথক পৃথক দুটি মালা হয়।