দেবহাটা অফিস ॥ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দেবহাটা উপজেলায় ভোট গ্রহন কারি কর্মকর্তাদের দিন ব্যাপী কর্মশালায় সুষ্ঠ, শান্তিপূর্ণ, কোন প্রকার অনিয়ম ছাড়া স্বাভাবিক, স্বচ্ছন্দ, পরিচ্ছন্ন পরিবেশে নির্বাচন কার্যক্রম পরিচালনা ও সম্পন্ন করার নির্দেশনা জানালেন জেলা রিটার্নিং অফিসার ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এবং সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। গতকাল সোমবার দেবহাটা সরকারি পাইলট হাইস্কুলে আয়োজিত কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ ভোট গ্রহন কার্যক্রমের সাথে সংশ্লিস্টরা কর্মশালায় অংশ গ্রহন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, নির্বাচন কমিশনের উপসচিব মোঃ রুহুল আমীন মল্লিক, জেলা নির্বাচন অফিসার মোঃ আতিকুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার কাজী মাহমুদ, দেবহাটা থানা ওসি শেখ মাহমুদ হোসেন প্রমুখ। এর পূর্বে দেবহাটায় পৌছালে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী রিটার্নিং অফিসার ও দেবহাটা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এবং দেবহাটা থানা ওসি শেখ মাহমুদ হোসেন।