দেবহাটা অফিস \ দেবহাটা থানা পুলিশের অভিযোনে বিষ্ফরক নাশকতা সহ অপরাপর অপরাধের আসামী পারুলিয়ার দিঘির পাড় এলাকার মাও: আব্দুল কুদ্দুস কে গতকাল গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাতক্ষীরা সদর থানা সহ দেবহাটা থানার একাধিক মামলার আসামী, সদর উপজেলার গাংনীয়া এলাকার মৃত আহম্মদ আলীর পুত্র গ্রেফতার হওয়া আসামী মাও: আব্দুল কুদ্দুস পারুলিয়ার দিঘিরপাড় এলাকায় বসবাস করছে। গতকাল তাকে আদালতে প্রেরন করেছে দেবহাটা পুলিশ।