দেবহাটা অফিস ॥ দেবহাটার ভূমিদস্যুদের খ্যাত পাঁচমামলার আসামী পারুলিয়ার খলিসখালী গ্রামের মৃত বক্কার গাজীর পুত্র সাইফুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ, খলিমাখালীর ব্যক্তিমালিকানার ঘেরদখল, অবৈধ অস্ত্রের প্রদর্শন পরবর্তি লুটপাট, নাশকতা সহ অন্তত পাঁচ মামলার আসামী সইফুল ইসলামকে শুক্রবার গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। অপর অভিযানে দেবহাটায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষন (বলাৎকার) মামলায় একটি মাদ্রাসার শিক্ষক দক্ষিন পারুলিয়ার নুরুল ইসলামের পুত্র তামিমুল ইসলামকে গ্রেফতার করেছে। দেবহাটার থানার এসআই সেলিম রেজা ও এসআই রাজীব মন্ডলের নেতৃত্বে পরিচালিত অভিযানে তারা গ্রেফতার হয়। আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।