দেবহাটা অফিস \ ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে দেবহাটায় পালিত হলো ৫১তম সমবায় দিবস। উপজেলা প্রশাসনের সহযোগীতায় দেবহাটা সমবায় দপ্তরের আয়োজনে শোভাযাত্রা, সমাবেশ, আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সা¤প্রতিক বছরগুলো অপেক্ষা এবারের আয়োজন ছিল জাকজমকপূর্ণ এবং বিপুল সংখ্যক সমবায়ীর উপস্থিতি সমবায় দিবসটি আলোর দ্যুতি ছড়িয়েছে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, শোভাযাত্রা ও সমাবেশ পূর্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় দপ্তরের পরিদর্শক ও দেবহাটা দায়িত্বপ্রাপ্ত মুর্শিদ আলম, বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সমবায়ী অনুপ কুমার, রবিন মন্ডল, অসিত বরন, মহানন্দ সরকার, উপজেলা সমবায় দপ্তরের সেলিনা পারভীন, মালতী রানী ও ইমরান হোসেন প্রমুখ। দশটি সমবায় সমিতির মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমবায়ীরা জানান জেলা সমবায় দপ্তরের পরিদর্শক এবং দেবহাটার দায়িত্বপ্রাপ্ত মুর্শিদ আলম সমবায়ীদের সমবায় দিবসে অংশ নিতে বিশেষভাবে তাগিদ দেওয়া সহ সমবায় সমিতিগুলোতে উপস্থিত হয়ে দাওয়াত দেন যে কারনে অধিকাংশ সমবায়ী সমবায় দিবসে উপস্থিত হন।