দেবহাটা অফিস \ দেবহাটা থানা পুলিশ অভিযান পরিচালনা করে নিয়মিত ও জিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত বহেরার আবু বকর ছিদ্দিকির পুত্র মিলন ও এনামপুর গ্রামের মৃত শুকচাঁদ গাজীর পুত্র হাসান গাজীকে গ্রেফতার করেছে। এসআই শরিফুল ইসলাম ও এসআই শোভন দাসের নেতৃত্বাধীন পুলিশের একটি টিম উক্ত গ্রেফতার অভিযানে অংশ নেন। গ্রেফতারকৃতদের গতকাল আদালতে প্রেরন করেছে।