দেবহাটা অফিস ॥ দেবহাটার পারুলিয়ার খেজুর বাড়ীয়া গ্রামের হাফিজুর রহমানের পুত্র সালমান গাজী (১৮) প্রতিপক্ষ কতিপয় কিশোরের হামলায় মারাত্মক ভাবে আহত হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। হামলা ও মারপিটের ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পারুলিয়াস্ত জামরুল তলা এলাকায়, হামলা কারীরা সালমান গাজীকে কৌশলে উক্ত এলাকায় ডেকে নিয়ে হামলা চালায়, হামলায় তার দাদ ভেঙ্গে যাওয়া সহ শরীরের বিভিন্ন অঙ্গ জখম হয়েছে। প্রথমে সখিপুর হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তিতে শনিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এঘটনায় সালমান গাজীর মাতা ঝর্না বেগম বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে দেবহাটার বাবুল হোসেনের পুত্র আবীর ও মাঘরী গ্রামের সিরাজুল ইসলামের পুত্র ফাহিম (১৭) গ্রেফতার করেছে। পুলিশ জানায় অপরাপর আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।