দেবহাটা অফিস ॥ দেবহাটা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গতকাল অসহায়, দুঃস্থ প্রতিবন্ধী সহ স্টোক জনিত রোগে আক্রান্তদের মাঝে ক্রেস সহ অপরাপর সামগ্রী বিতরন করেছে। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান গতকাল সকাল দশটায় উক্ত সামগ্রী বিতরন আয়োজন প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজআমান মনি, প্রাক্তন পিপি এ্যাড. আঃ গনি, তত্ত্বাবধানে ছিলেন সমাজসেবাকর্মকর্তা অধির কুমার গাইন। উল্লেখ্য সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন প্রতিবন্ধী সহ হাটতে পারা অক্ষমদেরকে ক্রেসও হুইল চেয়ারের মাধ্যমে নিজেই তাদের চলাচলের সহযোগিতা করে থাকেন।