দেবহাটা অফিস ॥ দেবহাটা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার পারুলিয়া ইউনিয়নের উত্তর পারুলিয়া চারাবটতলা এলাকা হতে পনের বোতল ফেনসিডিল সহ আশরাফুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম চর রহিমপুর গ্রামের মৃত আনছার গাজীর পুত্র। এসআই রাজীব মন্ডল ও এসআই মিজানুর রহমানের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়। দেবহাটা ওসি বাবুল আক্তার জানান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।