দেবহাটা অফিস \ উৎসবমুখর পরিবেশে দেবহাটার পারুলিয়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় সমুহের আয়োজনে গতকাল পারুলিয়া ফুটবল মাঠে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি ছিলেন আ’লীগ সম্পাদক মনিরুজ্জামান মনি, সভাপতিত্ব করেন চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার (পারুলিয়া ইউনিয়ন) বীর মুক্তিযোদ্ধা শামছুর রহমান, এসএমসি সভাপতি আবু তালেব মোল্যা, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক জিয়াদ আলী (চলতি দায়িত্ব) উদ্বোধনী খেলায় পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মৃধাপাড়াকে এক শুন্য গোলে পরাজিত করে। জয়সুচক গোল করেন তৌহিরুজ্জামান। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।