দেবহাটা অফিস \ দেবহাটার কোড়া পাপড়াতলা গ্রামের দেবব্রত ঘোষ (২৯) নামের এক যুবক বজ্রপাতে মৃত্যু হয়েছে। গতকাল দুফুরে পিতা সতিনাথ ঘোষের সাথে ঈদগাহ সংলগ্ন মাঠে ধান তুুলতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। উচ্চ শিক্ষিত দেবব্রত ঘোষ সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে কম্পিউটার ল্যাবে কর্মরত ছিল। বাড়ীতে বাবার কৃষি কাজে তিনি সর্বদা সহযোগিতা করতেন। দেবব্রতর মৃত্যুর খবরে শোকার্ত মানুষ তাদের বাড়ীতে আসে এবং শোক প্রকাশ করেন। তিনি এলাকাবাসির অতি প্রিয় ছিলো।