শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন জলাভূমির অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান শিবপুর ও কুশখালীর জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে সদর ইউএনও আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনিতে শাক—সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা নতুন নির্বাচনী সামগ্রীতে এয়োদশ সংসদ নির্বাচন ## প্রয়োজনের অতিরিক্ত মালামাল কেনায় নিরুৎসাহিত এবং ব্যয় সংকোচনের পরামর্শ কমিশনের ## তিন লাখ ভোট কক্ষের জন্য ৭০ ধরণের সামগ্রী, সময় লাগবে ৬—৭ মাস ## দ্বাদশ সংসদের বেশির ভাগ মালামাল ব্যবহারে অনুপযোগী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান আজ

দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে সমবায় দিবস পালন পুরস্কৃত হলো দশ সংগঠন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

দেবহাটা অফিস ॥ উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে দেবহাটায় সমবায় দিবস পালিত হয়েছে। র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মাধ্যমে ৫২তম সমবায় দিবসে বিপুল সংখ্যক সমবাীয় উপস্থিতিতে দৃশ্যতঃ উপজেলা সদর সমবায়ীদের মেলায় পরিনত হয়। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান সকালে উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনধি ও সমবায়ীদের অংশ গ্রহনে ব্যানার, প্লাকার্ড সহকারে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের সড়কগুলো পরিভ্রমন করে। সপ্তাহব্যাপী জেলা সমবায় দপ্তরের পরিদর্শক মুর্শিদ আলম সমবায়ীদের সাথে দফায় দফায় বৈঠক সহ বিভিন্ন সমিতি পরিদর্শন করে সমবায় দিবস সফলে সমন্বয় করতে দেখা যায়। সমবয় পরিদর্শক মুর্শিদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বক্তব্য রাখেন সমবায়ী শরৎজচন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, আঃ ওহাব, প্রধান শিক্ষক অনুপ কুমার পাল সভা পরিচালনা করে সমবায়ী আবু সাঈদ, সহযোগিতায় ছিলেন সমবায় অফিসের মালতি রানী, শিরিন খাতুন, মিজানুর রহমান সফল সমবায়ী হিসেবে দশ সংগঠনকে পুরস্কৃত করা হয়। তাদেরকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্ত সমবায় সমিতিগুলো আগামীতে অধিকতর কার্যকর এবং সৃষ্টিশীল মানবসেবা মূলক কর্মকান্ড অগ্রগামী হবেন এমন আশাবাদ ব্যক্ত করেন সমবায় পরিদর্শক মুর্শিদ আলম, সমবায়ী সহ সমবায় দিবসে আগতদের আপ্যায়ন করা হয়। একাধিক সমবায় জানান জেলা সমবায় দপ্তরের পরিদর্শক মুর্শিদ আলমের সার্বিক ব্যবস্থাপনায় সমবায় দিবসটি ভালভাবে উদযাপিত হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com