দেবহাটা অফিস ॥ পবাংলাদেশ স্কাউুটস দেবহাটার ত্রৈ-বার্ষিক কাউন্সিল গতকাল বুধবার দিনব্যাপী হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক সখিপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব আলী। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, দক্ষিন সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, নওয়াপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ, কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম কমিশনার, যুগ্ম-সম্পাদক প্রধান শিক্ষক ইমাদুল হক, কোষাধ্যক্ষ বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিক-উল ইসলাম এবং গ্রুপ সভাপতি প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সুপার আব্দুল খালেক, প্রধান শিক্ষক তহমিনা খাতুন ও প্রধান শিক্ষক আজিজুর রহমানকে মনোনিত করে ১৪ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা অঞ্চলের ডিআরসি ঈদুজ্জামান ইদ্রিস, জেলা কমিশনার এলটি আব্দুল মাজেদ, জেলা সম্পাদক জাহাঙ্গীর আলম, হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে অধ্যক্ষ আবুল কালাম। অন্যান্যদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজ হাসান, সহকারী শিক্ষক তবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কুমার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন। কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।