বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

দেবহাটায় বিএনপির সমাবেশে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

দেবহাটা অফিস \ দেবহাটায় বিএনপির কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। নিত্য পন্যের ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, বিএনপি চেয়ারপার্সন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদাজিয়ার মুক্তির দাবীতে বিকাল চারটায় বিক্ষোভ মিছিল পারুলিয়া ও সখিপুর বাজার প্রদক্ষিন শেষে মোমেনা হাসপাতাল সংলগ্ন মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকা হতে বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মি ও সমর্থকরা মিছিল সহকারে সমাবেশ ও বিক্ষোভে অংশ নেন। জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শহিদুল আলম, বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন এমপি ও কেন্দ্রীয় নেতা আলহাজ্ব কাজি আলাউদ্দীন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আঃ রউফ, হাবিবুর রহমান হবি, শেখ তরিকুল হাসান, মৃনাল কান্তী রায়, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, কৃষক দলের সভাপতি আহসান কাদির স্বপন, জাসাস সদস্য সচিব ফারুক হোসেন, ছাত্রদল সভাপতি শরিুফুজ্জামান শফিক, বক্তব্য রাখেন দেবহাটা বিএনপি নেতা মহিউদ্দীন সিদ্দিকী, শেখ সিরাজুল ইসলাম, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, মোখলেছুর রহমান মুকুল, রফিকুল ইসলাম, কৃষক দলের গোলাম রসুল, মৎস্যজীবী দলের সাফায়েত হোসেন, শ্রমিকদলের বিকাশ, যুবদলের কামরুজ্জামান কামরুল, মেহেদী হাসান সবুজ, ছাত্রদলের ফরহাদ হোসেন, অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাছুম বিল­াহ, হাসান সরাফি, জাকির হোসেন, এ্যাডঃ জাহাঙ্গীর কবির, কামাল হোসেন, আলতাফ হোসেন, সুলতান ফারুক, আবুল হোসেন বকুল, আঃ কাদের, সুমন বাবু, শহিদুল ইসলাম বাবু, রাজিব, ডালিম, রেজারুল কবির বাবু প্রমুখ। সভায় বক্তারা বলেন বর্তমান অনির্বাচিত সরকার নিত্যপন্যের ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করে জনগনের প্রতিপক্ষে পরিনত হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী জানিয়ে বলেন খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভয় পায় সরকার। দলীয় নেতা কর্মি ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদ এবং আন্দোলনে অংশ নেওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com