দেবহাটা অফিস ॥ দেবহাটায় হতদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার ও রমজান সামগ্রী বিতরন করলেন সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীল ডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ দেবহাটা বিওপি চত্বরে এসকল ইফতার সামগ্রী বিতরন করা হয়। দেবহাটা বিওপি সুবেদার আব্দুল লতিফ উপস্থিত থেকে অন্যান্য সদস্যরা বিতরন কার্যক্রম পরিচালনা করেন।