দেবহাটা অফিস ॥ দেবহাটায় ৪৫তম বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে। জাকজমক উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলার কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞান মেলায় উপজেলা উচ্চমাধ্যমিক (কলেজ) ও মাধ্যমিক বিদ্যালয় অংশ নিয়েছে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।