দেবহাটা অফিস ॥ দেবহাটার বিদ্যালয়ে বিদ্যালয়ে আলো ছড়ানো বই উৎসবে মধ্য দিয়ে গতকাল বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বিনামূল্যে বই পেলো। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, নির্বাহী অফিসার আসাদুজ্জামান, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, শিক্ষা অফিসার ইদ্রিস আলী সহ শিক্ষা বিভাগীয় কর্মকর্তারা, এসএমসির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি ছিল নজরকাড়া। দেবহাটা সরকারি মডেল হাইস্কুল ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়, শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়, পারুলিয়া এসএস ও পারুলিয়া বালিকা বিদ্যালয়, হাদিপুর আহছানিয়া, বহেরা এটি সেন্ট্রাল সুবর্ণবাদা, সখিপুর মাধ্যমিক বিদ্যালয় সহ সকল উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব চলে। সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতেও বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব ছিল দৃষ্টিনন্দন। অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ন্যায় পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে, উৎসব মুখর পরিবেশে বই উৎসব ছিল আলোকিত। বিদ্যালয় চত্বরে নানান ধরনের আলপনা, ও শিশু বান্ধব চিত্র অংকন সমৃদ্ধ আলোকিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) সভাপতি আবু তালেব মোল্ল্যা, প্রধান শিক্ষক জিয়াদ আলীর ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক ও শিক্ষানুরাগী বাসারাত হোসেন সরদার, এসএমসি সদস্য রবিউল ইসলাম মেম্বর, এসএমসি সদস্য রবিউল ইসলাম, অভিভাবক মমতাজুর রহমান ময়না, এসএমসি সদস্য মঞ্জুরুল ইসলাম, সহকারী শিক্ষক স্বপন কুমার মল্লিক, রেহেনা খাতুন, মহব্বত হোসাইন প্রমুখ।