দেবহাটা অফিস \ দেবহাটা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফরক দ্রব্য ও এনআই অ্যাক্ট মামলায় তিন আসামীকে গ্রেফতার করেছে। দেবহাটা থানার এসআই গোলাম আযম, এসআই শোভন দাস এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিস্ফরক দ্রব্য উপাদানাবলি আইনের ৩/৪/৬ ধারায় মামলায় দক্ষিন পারুলিয়া গ্রামের মৃত শাসছুদ্দীন মোল্যার পুত্র ইলিয়াস হোসেন (৫৫) ও পুষ্পকাঠি গ্রামের মৃত রহিল উদ্দীনের পুত্র সিরাজুল ইসলাম-৫৫ কে গ্রেফতার করে। অন্যদিকে এনআই অ্যাক্টের মামলায় ওয়ারেন্ট ভূক্ত পারুলিয়ার কিশোরী দত্তের পুত্র সুরেশ দত্ত (৩৫) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।