দেবহাটা অফিস ॥ দেবহাটার বীর মুক্তিযোদ্ধা পারুলিয়ার খাসপাড়া নিবাসী মোঃ ওয়াজেদ আলী বক্স গাজী বার্ধক্যজনতি কারনে মৃত্যু বরন করেছে। গতকাল বাদ জোহর মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারীক গোরস্থানে দাফন করা হয়েছে। দেবহাটা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আজাহার হোসেন বীর মুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা জানান, পুলিশের এসআই গিয়াস উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অফ অনার প্রদান করেন। মরহুমের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান ও জানাজায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রাক্তন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।