দেবহাটা অফিস ॥ দেবহাটার কুলিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণী তিন নরপশু দ্বারা ধর্ষিতা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক উত্তর কুলিয়ার আব্দুল আলিম এর পুত্র আব্দুল করিম (১৯), একই গ্রামের সোহিদুল ইসলামের পুত্র সাগর হোসেন রাইদ (১৬) ও গোলাম হোসেনের পুত্র নিরব হোসেন (১৩) কেগ্রেফতার করেছে। ধর্ষিতা বুদ্ধি প্রতিবন্ধীর মাতাসুফিয়া খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। রবিবার রাতে পূর্ব তেকে চেনা জানা বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে উক্ত তিন ধর্ষক সদর উপজেলাধীন কুলিয়ার পাশ্ববর্তী গ্রাম শ্রীরামপুর হতে কৌশলেডেকে উতÍত কুলিয়ার জনৈক ব্যক্তির নির্মানাধীন খামারের পাশে নিয়ে রাতে ধর্ষন করে ফেলে রেখে যায়। অন্যদিকে পরিবারের সদস্যরা বুদ্ধি প্রতিবন্ধীকে খুজতে থাকে অবশেষে উক্তখামার এলাকা হতে উদ্ধার করে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক তিনজনকে গ্রেফতার করে। এবং ধর্ষিতকে ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরন করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।