দেবহাটা অফিস ॥ দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বুদ্ধীজীবী দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা সদরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। শ্রদ্ধা জানানো শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সম্পাদক মনিরুজ্জামান মনি, ওসি তদন্ত শেখ মাহমুদ ছিদ্দিক, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, অধ্যক্ষ আবুল কালাম, অধ্যক্ষ হাফিজুর রহমান, আ’লীগ যুগ্ম সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আনোয়ারুল হক বীর মুক্তিযোদ্ধা আঃ ওহাব, নজমুছ সাহাদাৎ প্রকৌশলী শোভন সরকার প্রমুখ। উপজেলার দেবহাটা প্রেসক্লাব, সরকারি খানবাহাদুর আহছান উল্লাহ কলেজ, হাজি কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ, দেবহাটা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।