দেবহাটা অফিস॥ যথাযোগ্য মর্যাদায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান, সকালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ, দেবহাটা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগ, দেবহাটা প্রেসক্লাব, সরকারি খানবাহাদুর আহছানউল্ল্যা কলেজ, দেবহাটা কলেজ, হাজি কেয়ামউদ্দীন মোমোরিয়াল মহিলা কলেজ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন, সকাল দশটায় উপজেলা ফুটবল মাঠে মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদর্শন করে। সকাল এগারটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল এসএম জামিল আহমেদ, দেবহাটা থানা ওসি শেখ মাহমুদ হোসেন, ওসি তদন্ত নুরুস ছিদ্দিক, উপজেলা আ’লীগ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদ সদস্য আ’লীগ নেতা নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আনোয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা নজমুছ সাহাদাৎ নফর বিশ্বাস, চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, আঃ মতিন বকুল, সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা, কর্মচারি, মিডিয়াকর্মি প্রমূখ। বিকালে নয়নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার মরহুম ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজান মাষ্টারের মাজারে শ্রদ্ধা ও জিয়ারত করা হয়। এ সময় রাবেয়া শাহজাহান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।