দেবহাটা অফিস \ দেবহাটা পুলিশ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সহ নয়জন আসামীকে গ্রেফতার করেছে। কুলিয়ার পুষ্পকাটি এলাকা হতে বাইশ পুরিয়া গাজা সহ মাদক ব্যবসায়ী মফিজুর ঢালী ও এফরাউল মোল্যাকে গ্রেফতার করে, একই দিনে মামলার আসামী উত্তর পারুলিয়ার রাসেল সরদার বাবু, বহেরার ইয়াছিন আরাফাত, পুষ্পকাটির গোলাম মোস্তফা টুটুল, একই গ্রামের গোলাম কিবরিয়া, বহেরার রোকেয়া বেগম পুষ্পকাটির তরিকুল ইসলামকে গ্রেফতার করে, এসআই হাফিজুর রহমান, এসআই শোভন দাস এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। দেবহাটা ওসি শেখ ওবায়দুলাহ বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।