দেবহাটা অফিস \ দেবহাটা পুলিশ অভিযান পরিচালনা করে মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলো রামনাথপুর গ্রামের শওকত কারিকর পিতা মৃত আব্দুল কারিকর এবং বহেরা এলাকার আব্দুল বারী গাজী পিতা মৃত অহিদ গাজী। এসআই শোভন দাসের নেতৃত্বাধীন পুলিশ দল উক্ত গ্রেফতার অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।