দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আসাদুজ্জামানের আদালত গতকাল দেবহাটা উপজেলা সদরের অনিক ফাম্নেসীতে অভিযান পরিচালনা করে মেয়েদউত্তীর্ণ ্ঔষধের উপস্থিতি ও বিক্রির অপরাধে ফার্ন্সেসী মালিক আল মামুনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান গতকাল সন্ধ্যায় অনিক ফান্সেীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত জনসাধারনকে ঔষধ ক্রয়ের পূর্বে মেয়াদ নিশ্চিত হওয়ার বিষয়টি অবগত হওয়ার আহবান জানান।