দেবহাটা অফিস \ দেবহাটার সখিপুর হতে দিনের আলোয় সকাল নয়টার দিকে মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার প্রাক্কালে মোটর সাইকেল সহ চোর আবু বকর গাজীকে জনতা ধরে ফেলে। দৃশ্যতঃ অভিনব পন্থায় সখিপুর হতে মোটর সাইকেলের তালা খুলে দুর্ধর্ষ ভাবে ছিনতাই করে ও শেষ রক্ষা হলোনা। লোকজন প্রথমে গন পিটুনী এবং পরবর্তিতে পুলিশের হাতে তুলে দিয়েছে। দুর্ধর্ষ চোর ও ছিনতাই কারী আবু বকর শ্যামনগর উপজেলার চিংড়ীখালী গ্রামের আরশাদ গাজীর পুত্র। উলেখ্য সখিপুরের মোশারফ হোসেনের মোটর সাইকেল চুরি করে সে পালানোর সময় পারুলিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় ধাওয়া খেয়ে পড়ে গেলে জনতা তাকে ধরে।