দেবহাটা অফিস \ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল দেবহাটা উপজেলা মৎস্য দপ্তর র্যালী ও আলোচনা সভা করেছে। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান সকাল দশটায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের নেতৃত্বে উপজেলা সদরের সড়ক গুলোতে র্যালী প্রদক্ষিন করে। সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, সহকারী অধ্যাপক আকবর হোসেন, চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, বীর মুক্তিযোদ্ধা নজমুছ সাহাদাৎ নফর বিশ্বাস, শিক্ষাবিদ আফসার আলী মাষ্টার, আ’লীগ নেতা আনোয়ারুল হক, সাংবাদিক মীর খায়রুল আলম, মাহমুদুল হাসান শাওন, আ’লীগ নেতা রাশেদুল ইসলাম সহ উপজেলা প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তারা। পরে উপজেলা সদরের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।