স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৩৪ হাজার পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দেবহাটা দক্ষিন পারুলিয়া জেলেপাড়া এলাকার একটি রাস্তার উপর থেকে তাদের আটক করে র্যাবের একটি টিম। আটককৃতরা হলেন ট্রাক ড্রাইভার কক্সবাজার টেকনাফ থানার নোয়াপাড়া এলাকার মৃত জাফর আলীর ছেলে মজিব উল্লাহ (৩৫) ও চট্টগ্রাম হলি শহর থানার আবু বকর সিদ্দিকের ছেলে মো: হোসেন (৪৫)। র্যাব সূত্রে জানাগেছে, দেবহাটা উপজেলায় সংঘবদ্ধ মাদক চোরাকালন চক্রের সদস্যরা ইয়াবা কেনাবেচার জন্য প্রস্তুতি নিচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টায় জানতে পেরে র্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিন পারুলিয়া জেলিয়া পাড়া রাস্তার উপর থেকে একটি ট্রাক জব্দ করে। এসময় ট্রাক তল্লাশী পূর্বক ৩৪ হাজার ইয়াবা উদ্ধার পূর্বক ঐ আসামীদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগত টাকা মোবাইল উদ্ধার করা হয়। জব্দ কৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ১ লক্ষ ৫০ হাজার টাকা। গতকাল সাতক্ষীরা র্যাব ক্যাম্পে এক প্রেস কনফারেন্স এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরা এএসপি মো: নাজমুল হক।