দেবহাটা অফিস \ দেবহাটার সরকারি, বেসরকারি বিপুল সংখ্যক শিক্ষকের উপস্থিতিতে এবং র্যালী, আলোচনা সভার মাধ্যমে গতকাল পালিত হলো শিক্ষক দিবস। এই প্রথম সরকারি ভাবে দিবসটি পালন হওয়ায় সকল পর্যায়ের শিক্ষকদের সাথে আনন্দ, উৎসব এবং উচ্ছ¡াস ছড়িয়ে পড়ে। সকাল দশটায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর উপস্থিতিতে র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দেবহাটা ফুটবল মাঠে সমাবেশ করে। শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অত্যন্ত প্রাণবন্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সরকারি খানবাহাদুর আহছান উল্যা কলেজের অধ্যক্ষ মোল্যা সাবির আহমদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যক্ষ ইয়াকুব আলী, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, সহকারী শিক্ষা অফিসার মুনীর আহমদ, প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, শফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, প্রাথমিকের প্রধান শিক্ষক আজিজুর রহমান, আবুল কালাম প্রমুখ। প্রধান অতিথি মানসম্মত শিক্ষা নিশ্চিত করনে কাঙ্খিত দায়িত্বশীলতা স্বরন করেন। শিক্ষকরা তাদের নায্য দাবীর বিষয়ে ও বক্তব্য রাখেন।