দেবহাটা অফিস \ জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্ম দিন পালন করেছে দেবহাটা উপজেলা প্রশাসন। সকালে উপজেলা প্রশাসনের ও দেবহাটা থানার পক্ষ থেকে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরবর্তিতে উপজেলা নির্বাহী অফিসার এ,বিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি আজহার আলী, ওসি শেখ ওবায়দুলাহ, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রাক্তন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইয়াছিন আলী, উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান আলী প্রকল্প কর্মকর্তা শফিউল বাশার, সমাজ সেবা অধির কুমার গাইন, মহিলা বিষয়ক নাসরিন জাহান, আ’লীগ নেতা আনোয়ারুল হক প্রমুখ।