দেবহাটা অফিস \ ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপিত হলো দেবহাটার শ্রী শ্রী গোকুলানন্দ পাটবাড়ী মন্দির প্রাঙ্গনে। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে, বর্ণাঢ্য আয়োজনে, উৎসব মুখর পরিবেশ আয়োজিত ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিনের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আমাদের দেবহাটা ইউনিয়ন প্রতিনিধি উত্তম কুমার রায় জানান মঙ্গলশোভাযাত্রায় শিশু হতে শুরু করে সব বয়সের মানুষের উপস্থিতি ছিল। মঙ্গলশোভাযাত্রা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুলাহ, আ’লীগ সভাপতি প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্রঘোষ, দেবহাটা সভাপতি শরৎচন্দ্র ঘোষ, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, ডাঃ কিংকর ঘোষ, শ্রী শ্রী গোকুলানন্দ বিদ্যাপিঠের সভাপতি অধির কুমার গাইন ও সাধারন সম্পাদক আশ্চর্য গোবিন্দ গোস্বামী সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ মঙ্গল শোভাযাত্রা সহ অপরাপর আনুষ্ঠানিকতায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথি ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।