দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা সমাজ সেবা দপ্তর গতকাল তাদের কর্মযজ্ঞের উপর সেমিনার করেছে। সামাজিক নিরাপত্তা, শিক্ষাবৃত্তি, শিশু সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে সেমিনারে আলোকপাত করা হয়, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন। উক্ত সেমিনারে সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান মিডিয়া কর্মি সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।