দেবহাটা অফিস \ দেবহাটায় হাত ধোয়া দিবস পালিত হয়েছে। একই সাথে জাতীয় স্যানিটেশন মাস পালিত হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে র্যালী উপজেলা সদরের সড়কগুলো প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ ওহাব, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, শিক্ষা অফিসার শাহজাহান আলী, মাধ্যমিক শিক্ষা সোলাইমান, সমাজসেবা অধীর কুমার গাইন, প্রকল্প বাস্তবায়ন শফিউল আযম প্রমুখ।