দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিন ব্যাপী কর্মসূচিতে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান এ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, শহীদদের স্মরনে নিরবতা পালন করা হয়। বিশেষ অতিথি ছিলেন আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রাক্তন ডেপুটি কমান্ডার আলহাজ্ব ইয়াছিন আলী, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, প্রকৌশলী শোভন সরকার, সমাজ সেবা অধির কুমার গাইন, বীর মুক্তিযোদ্ধা আঃ ওহাব, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজমুছ সাহাদাৎ, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জের হোসেন মোফা, আ’লীগ নেতা আনোয়ারুল হক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যার নিন্দা জানান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ, সংগ্রাম এর বিভিন্ন দিক আলোচনা করেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও গণহত্যা দিবস পালিত হয়।