দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার আসাদুজ্জামান, উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা থানা ওসি বাবুল আক্তার, উপজেলা আ’লীগ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, পরিবার পরিকল্পনা অফিসার ডা: এসএম সাখাওয়াত হোসেন, চেয়ারম্যান আসাদুল হক, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন সাহেব আলী, আঃ মতিন বকুল সহ উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা, মিডিয়া কর্মি এবং শ্রেনি পেশার প্রতিনিধি। সভায় আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এ্যাম্বুলেন্স রোগী বহনে না পাওয়ার অভিযোগ ও খাদ্যের মান অনুন্নত অভিযোগ আলোচনা হয়। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা যথাযথ এবং স্বাভাবিক থাকবে, যদি কোন মহল নাশকতা সৃষ্টি করতে চায় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানো হয়।