দেবহাটা অফিস \ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা এবং বর্বরোচিত গ্রেনেট হামলার প্রতিবাদে গতকাল দেবহাটা উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভ সমাবেশ করেছে। সখিপুর ঈদগাহ বাজারে আয়োজিত উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করে উপজেলা আ’লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, আ’লীগ নেতা শেখ আঃ রউফ, শরৎ চন্দ্র ঘোষ, আনায়ারুল হক, প্রাক্তন চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, শেখ মোনায়েম হোসেন, মনিরুল ইসলাম মনি, চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সরদার আমজাদ হোসেন, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, আঃ হান্নান, বিধান বর্মন, আবুল কাসেম, যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, বিজয় ঘোষ, লোকমান কবির, রাজু আহমদ প্রমুখ। বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা হতে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মি ও সমর্থকরা উপস্থিত হয়।