দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা সমাজ সেবা দপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল পালিত হলো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। একই সাথে পঁচিশ তম জাতীয় প্রতিবন্ধি দিবস ও পালিত হয়েছে। সকাল দশটায় বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সমাজ সেবা অফিসার অধির কুমার গাইনের সঞ্চালনা ও তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সহকারী প্রেসক্লাব ইমরান হোসেন প্রমুখ। সভায় প্রতিবন্ধিদের উন্নয়নে, তাদের সাথে থাকতে সর্বপরি তাদেরকে অতি আপনজন হিসেবে বিবেচনা করার বিকল্প নেই বলে মন্তব্য করেন নির্বাহী অফিসার সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। ছয়টি বেসরকারি উন্নয়ন সংস্থাকে সতের হাজার প্রত্যেককে টাকার অনুদানের চেক বিতরন করা হয়।