দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গতকাল মডেল মসজিদ প্রাঙ্গনে ইফতার অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে উপজেলা আওয়ামীলীগের ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি স্বাগত বক্তব্য রাখেন, ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আ’লীগ নেতা নজরুল ইসলাম, শেখ আঃ রউফ, শেখ ফারুক হোসেন রতন, আনোয়ারুল হক, আরশাদ আলী মোল্যা, আলহাজ্ব মনিরুল ইসলাম মনি, লোকমান কবির প্রমুখ। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যানে মোনাজাত হয়।