দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা আওয়ামীলীগের অনুমোদিত কমিটির (উপজেলা শাখা) পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন মন্ত্রী আ’লীগ কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা: আ,ফ,ম রুহুল হক এমপি উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র দেবহাটার হলরুমে আয়োজিত উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি অধ্যাপক ডা: আ,ফ,ম রুহুল হক এমপি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠনকে শক্তিশালী করতে নেতা কর্মিদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার দেশকে অনেক অনেক উচ্চতায় নিয়েছেন। অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছেন। উপজেলা আ’লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির পরিচালনায় নবগটিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে পরিচিতি হন জেলা আ’লীগ সহ সভাপতি চেয়ারম্যান আসাদুল হক, আ’লীগ নেতা জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, সহ সভাপতি শরৎচন্দ্র ঘোষ, মোসলেহউদ্দীন মুকুল, আঃ কাদের মৃধা, আঃ জব্বার, যুগ্ম সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, শেখ মোনায়েম হোসেন, আলী মোর্ত্তজা আনারুল হক, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্যা, আলহাজ্ব মনিরুল ইসলাম মনি, আসাদুল ইসলাম, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দপ্তর শেখ শরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক শামসুজ্জামান, প্রচার ও প্রকাশনা হাফিজুল ইসলাম, শ্রম বিষয়ক মো: রাশেদুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক মো: রেজাউল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক আশুতোষ সরদার, পরিচিতি সভায় আওয়ামীলীগের প্রবীন নেতৃত্ব, কার্যনির্বাহী কমিটির সদস্যগন ও উপদেষ্টা মন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন, নব গঠিত কমিটির সকল নেতৃত্বকে প্রধান অতিথি ফুল দিয়ে বরন করেন ও মিষ্টিমুখ করান। কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ জানান অত্যন্ত সৌহাদ্যময় পরিবেশে পরিচিতি পর্ব অনুষ্ঠান শেষ হয়।