দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা আওয়ামীলীগ গতকাল বিশেষ বর্ধিত সভা করেছে। বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি ও ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আনোয়ারুল হক, সরদার আমজাদ হোসেন, শেখ ফারুক হোসেন রতন, আবুল কাসেম, মাহমুদুল হক লাভলু, কাসেম মেম্বর, ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ, বিধান বর্মন, যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, লোকমান হোসেন প্রমুখ। সভায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ব্যাপক ভাবে প্রচারনা ও প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার বিষয়ে বিস্তারিত সিদ্ধান্তগৃহীত হয়।