দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা আওয়ামীলীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শহীদ আবু রায়হান, আ’লীগ নেতা শহীদ আল সগীর হোসেন ও শহীদ আঃ আজিজের দশম শাহাদাত বার্ষিকী পালন করেছে আ’লীগ। প্রতি বছরের ন্যায় এবছর ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির আয়োজনে ও দলের নেতা কর্মীদের ব্যবস্থাপনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক কর্মির উপস্থিতিতে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুরের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আনোয়ারুল হক, শেখ মোনায়েম হোসেন, জেলা পরিষদ সদস্য আ’লীগ নেতা নজরুল ইসলাম, শরৎ চন্দ্র ঘোষ, শেখ মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল−্যা, আলহাজ্ব মনিরুল ইসলাম মনি, নোয়াপাড়া সম্পাদক ও চেয়ারম্যান আলমগীর হোসেন, সাহেব আলী, পারুলিয়া সম্পাদক ও প্রাক্তন চেয়ারম্যান সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম, লোকমান কবির, রবিউল ইসলাম মেম্বর প্রমুখ।