দেবহাটা অফিস \ দেবহাটার আওয়ামীলীগের অতি পরিচিত মুখ বিশিষ্ট্য সমাজ সেবক এলবাহার গাজী ৭৫ গতকাল দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজেউন)। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের এই বর্ষিয়ান ও সফল সংগঠকের মৃত্যুর খবর প্রচার হলে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মিদের পাশাপাশি সাধারন মানুষের মাঝে শোক ছড়িয়ে পড়ে। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারীক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের বাড়ীতে যেয়ে সমবেদনা জানান উপজেলা চেয়ারম্যান আ’লীগ সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শুভাষ চন্দ্র ঘোষ, আ’লীগ নেতা শরৎ চন্দ্র ঘোষ, চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, ইউনিয়ন সভাপতি মাহমুদুল হক লাভলু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মৃত্যুকালে তিনি এক পুত্র, এক কন্যা স্ত্রী সহ বহু গুনগ্রাহী রেখেগেছেন।