দেবহাটা অফিস \ উৎসবমুখর পরিবেশে, বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে, দেশী বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহনে গতকাল বিকালে সখিপুর সরকারি খান বাহাদুর আহছান উলাহ কলেজ মাঠে অনুষ্ঠিত হলো উপজেলা চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের লক্ষ টাকার দ্বিতীয় সেমি ফাইনাল খেলা। তীব্র প্রতিদ›িদ্বতাপূর্ণ খেলায় দেবহাটার ভাতশালা গণগ্রন্থাগার ফুটবল একাদশ পাইকগাছা নাজমুল ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে শেষ হাসি হেসেছে এবং ফাইনালে পৌছেছে। সখিপুর উদয়ন সংঘের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানা ওসি বাবুল আক্তার, চেয়ারম্যান সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সভাপতিত্ব করেন উদয়ন সংঘের সভাপতি আবু আব্দুলাহ আল আজাদ, পরিচালনা করেন সাধারন সম্পাদক মিজানুর রহমান।