দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা চেয়ারম্যান ৪ দলীয় প্রাইমারী শিক্ষক পরিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে দেবহাটা ফুটবল মাঠে শ্যামনগর উপজেলা প্রাইমারি শিক্ষক পরিবার ও তালা উপজেলার প্রাইমারি শিক্ষক পরিবারের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় শ্যামনগর জেলা প্রাইমারি শিক্ষক পরিবারকে ১-০ গোলে পরাজিত করে তালা উপজেলা প্রাইমারি শিক্ষক পরিবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দেবহাটা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলিম মর্তুজা আনারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মো: বাবুল আক্তার, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার শাহিনুর রহমান, আ’লীগ নেতা রাশেদুল ইসলাম। এসময় খেলায় বিপুল সংখ্যক ফুটবল প্রেমী ও দর্শক উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।