দেবহাটা অফিস ॥ ঘলঘলিয়া ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশে জাকজমক আয়োজনে উপজেলা চেয়ারম্যান কাপ আটদলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চরশ্রীপুর ইছামতি ক্রিকেট একাদশ জয়লাভ করেছে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে চৌবাড়িয়া বৈচনা ক্রিকেট একাদশকে তারা পরাজিত করে। নির্ধারিত দশ ওভারের খেলায় চৌবাড়িয়া বৈচনা একাদশ চার উইকেটে একশত ছয় রান করে, অন্যদিকে চরশ্রীপুর ইছামতি ক্রিকেট একাদশ পাঁচ উইকেটে লক্ষ্য মাত্রায় পৌছে যায়। খেলা উদ্বোধন এবং পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান ঘলঘলিয়া ইয়ং স্টার ক্লাব খেলাটি আয়োজন করেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।