দেবহাটা অফিস ॥ শান্তিপূর্ণভাবে কঠোর নিরাপত্তার চাদরে দেবহাটা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন আলহাজ্ব আলফেরদৌস আলফা। গতকাল নির্বাচন শেষে এক চল্লিশটি কেন্দ্র আলহাজ্ব আল ফেরদৌস আলফা হেলিকপ্টার প্রতিকে ভোট পেয়েছেন ২৬৩৭৭,নিকটতম প্রতিদ্বন্দি আলহাজ্বমুজিবর রহমান মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ১৭১৫২ ভোট। অপর তিন প্রার্থী মোঃ রফিকুল ইসলাম আনারস প্রতিকে পেয়েছৈন ১৭১২ভোট, আবু রায়হান ঘোড়া প্রদিকে পেয়েছেন ১২১৪ ভোট এবং এ্যাড স.ম গোলাম মোস্তফা চিংড়ী মাছ প্রতিকে পেয়েছেন ১১৮৯, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রাপ্ত ভোট তালা ৩৬৮৬৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দি বিজয় ঘোষ টিউবওয়েল প্রতীকে পেয়েছে ১১৭৬১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ কলম প্রতিক নিয়ে ২৬১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি আমেনা রহমান ফুটবল প্রতিক ২১৬৯৬ ভোট পেয়েছেন। দেবহাটা উপজেলা পরিষদের নির্বাচনে বিশেষ দিক ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি। কোন ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই আলোচিত এই নির্বাচন শান্তীপূর্ণ ভাবে শেষ হলো। দুই একটি কেন্দ্রে সামান্য বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলেও তাৎক্ষনিক ভাবে আইন শৃঙ্খলা বাহিনীূর সদস্যরা নিয়ন্ত্রনে আনে। দৃশ্যত অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন দেখলো এবং অংশ নিলো দেবহাটার ভোটাররা। ফল ঘোষনার পর নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফা পারুলিয়া রায়হান চত্বরে উপস্থিত কর্মি সমর্থক ও ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় তিনি অতীতের সব ধরনের ভেদাভেদ ভোট জয় পরাজয় বিরোধ ভুলে এক হয়ে দেবহাটার উন্নয়নের আহবানজানান।