দেবহাটা অফিস ॥ দেবহাটার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফা এবং দুই ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও জিএম স্পর্শ গতকাল দায়িত্বভার গ্রহন করেছেন। নব নির্বাচিত ও দায়িত্ব গ্রহন আয়োজনে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি, জেলা আ’লীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। দেবহাটার প্রবীন আওয়ামীলীগ নেতা নুরুল মোমিন, উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের পিতা মাতা ও ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের মাতা, সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদককে উপজেলা চেয়ারম্যানের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দায়িত্ব গ্রহন কারী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে বরন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বররা উপস্থিত ছিলেন ও ফুলেল শুভেচ্ছা জানান। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি ওজেলা আ’লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আশা প্রকাশ করেন জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের বহুমুখি উন্নয়নের অগ্রযাত্রায় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাঙ্খিত ভূমিকা রাখবেন। উপজেলা পরিষদ জনগনের সাথে সর্বদা সম্পৃক্ত থাকবে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফা বলেন ভোটার তথা জনসাধারনের প্রত্যাশা পুরনে তিনি সর্বদা দায়িত্বশীল ও সতর্ক থাকবেন।