দেবহাটা অফিস॥ দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টা হতে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠিত উক্ত সাধারন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো:আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ,জিএম স্পর্শ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সমাজসেবা অধীর কুমার গাইন, চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সাইফুল ইসলাম, আঃ মতিন বকুল, প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, প্রধান শিক্ষক মদন মোহন পাল, প্রেসক্লাব সভাপতি মীর খাইরুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি সহিদুজ্জামান প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা অংশ গ্রহণকরে।