দেবহাটা অফিস \ দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় এবং দিন ব্যাপী কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা সদরের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পনের পর উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাকে উপজেলা প্রশাসন বিশেষ ভাবে সম্মাননা জানান, সভাপতির বক্তৃতায় নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন আমি মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু একাত্তরে জীবন বাজি রেখে আত্মত্যাগের বীর সন্তান বীর মুক্তিযোদ্ধাদের দেখেছি, দেখছি। জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে বীর মুক্তিযোদ্ধারা আমাদের অন্তরের অন্তঃরাত্মা। সম্বর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রাক্তন কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষ, প্রাক্তন ডেপুটি কমান্ডার আলহাজ্ব ইয়াছিন আলী মাষ্টার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মাবুদ গাজী, সমাজ সেবা অফিসার অধির কুমার গাইন, প্রকল্প কর্মকর্তা সফিউল বাসার, শিক্ষা অফিসার সাহজাহান আলী প্রমুখ। অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ঋন বিতরন করা হয়। একই দিনে দেবহাটার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৭ই মার্চ পালিত হয়।