দেবহাটা অফিস \ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে গতকাল দেবহাটা উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভ পরবর্তি, সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক হাসান সরাফির পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, মাসুম বিলাহ, আঃ কাদের মোড়ল, আলতাফ হোসেন, সুলতান ফারুক, মোনাজাত গাজী, গোলাম রসুল, মেহেদী হাসান সবুজ, গোলাম রসুল, সুমন বাবু, বিকাশ চন্দ্র, আমেনুল হক ডালিম, শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিট হতে দলীয় নেতা কর্মিরা উক্ত বিক্ষোভ সমাবেশে যোগদান করেন। বক্তারা নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে জন দুর্ভোগের বিষয়টি উলেখ করে বলেন অবিলম্বে পণ্য সামগ্রীর মূল্য ক্রেতাদের জন্য সহনশীল করতে হবে।